টেলিটক ইন্টারনেট




teletalk is a mobile and internet connection company. রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এখন সর্বনিম্ন রেটে ইন্টারনেট সেবা দিচ্ছে বলা যায়। এদের মাসিক এক গিগা বাইটের প্যাকেজটির মূল্য ২৫০ টাকা।  এছাড়া আরও কয়েকটি প্যাকেজ রয়েছে এদের। জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে টেলিটক।
টেলিটক অফিসের ঠিকানা
টেলিটক বাংলাদেশ লিমিটেড
বাড়ি নং ৪১, রোড নং ২৭ , বনানী, ব্লক-এ ঢাকা-১২১৩, বাংলাদেশ।
টেলিফোন: ০১৫৫০১৫৭৭৫০, ০১৫৫০১৫৭৭৬০
ফ্যাক্স: ০২-৮৮৫৭৫৯২
ই-মেইল: info@teletalk.com.bd
ওয়েবসাইট: www.teletalk.com.bd
এছাড়া ঢাকার অন্যান্য কাস্টমার কেয়ার সেন্টারগুলো:
উত্তরা কাস্টমার কেয়ার সেন্টার
এবি সুপার মার্কেট (৩য় তলা, পশ্চিম পাশে), সড়ক-২, সেক্টর-৩, উত্তরা, ঢাকা। টেলিফোন- ০‌১৫৫০১৫০০৬১
ফ্যাক্স: ০২-৮৯৫৫০০৭
ধানমন্ডি কাস্টমার কেয়ার সেন্টার
ড. রিফাত উল্লাহ’স হ্যাপী আর্কেড, (৩য় তলা), বাড়ি- ৩, রোড-৩, ধানমন্ডি, ঢাকা। ল্যান্ড ফোন: ০২-৯৬৭০৮১১, মোবাইল ফোন: ০১৫৫০১৫০০৭৪, ফ্যাক্স: ০২-৯৬৭৩৬৩৬
পল্টন কাস্টমার কেয়ার সেন্টার
সুরমা টাওয়ার (২য় তলা), ৫৯/২, পুরানা পল্টন, ঢাকা। ল্যান্ড ফোন: ০২-৯৫৬১১১১, মোবাইল ফোন: ০১৫৫০১৫০০৭৪, ফ্যাক্স: ০২-৯৫৬১১৮৮।
মিরপুর কাস্টমার কেয়ার সেন্টার:
প্রেস মার্কেট, ব্লক: খ, সড়ক: ১, প্লট: ১২, সেকশন: ৬, মিরপুর-১০. সেনপাড়া পর্বতা, ঢাকা। মোবাইল ফোন: ০১৫৫০১৫০০৯৮
ফার্মগেট কাস্টমার কেয়ার সেন্টার
বড় বাজার, ১০৪(৩য় তলা), গ্রীণ রোড, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫। মোবাইল: ০১৫৫০১৫০০৬০
ব্যবহার
মোবইল ফোনের পাশাপাশি ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যবহার করা যায়। অবশ্য ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হলে মোবাইল মডেম লাগবে। অন্যান্য মোবাইল ফোন অপারটরের মত টেলিটক  মডেম বিক্রি করে না। মার্কেট থেকে মডেম কিনে নিতে হবে। আবার যেসব মোবাইল ফোন সেটকে মডেম হিসেবে ব্যবহারের সুযোগ আছে সেগুলোকে ডাটা কেবলে মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা যায়।
মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ফোনের যে ডিফল্ট ব্রাউজার থাকে সেটি ব্যবহারের পাশাপাশি অপেরা মিনির মত ব্রাউজার ব্যবহার করা যায়।
টেলিটকের ইন্টারনেট সংযোগের গতি ১৫৫ কেবিপিএস পর্যন্ত হতে পারে। তবে মোবাইল ফোন টাওয়ার থেকে গ্রাহকের দূরত্ব এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর এই গতি নির্ভর করে।
টেলিটক ইন্টারনেটের বর্তমান প্যাকেজসমূহ

প্যাকেজ
মূল্য (টাকা)
কিলোবাইট প্রতি বিল
0.02/KB + VAT
কিলোবাইট প্রতি বিল (একুশ প্যাকেজের জন্য)
0.0025/KB + VAT
কিলোবাইট প্রতি বিল (স্বাধীন ৬৬ প্যাকেজের জন্য)
0.016/KB + VAT
মাসিক অপরিমিত (আনলিমিটেড)
800.00 + VAT
মাসিক অপরিমিত ((স্বাধীন ৬৬ প্যাকেজের জন্য))
666.00 + VAT
মাসিক এক গিগা বাইট
250.00 + VAT
দৈনিক দশ মেগাবাইট
08.00 + VAT
দৈনিক অপরিমিত (আনলিমিটেড)
50.00 + VAT

১৫% ভ্যাট প্রযোজ্য

এক গিগাবাইট, দশ গিগা বাইট, দৈনিক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজগুলো টেলিটক মোবাইলের সব প্যাকেজের জন্যই প্রযোজ্য।

সংযোগ নেয়া
যারা মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তারা সাধারণত অতিরিক্ত সিম ব্যবহার করেন, যাতে বারবার মোবাইল ফোন থেকে সিম খুলতে না হয়।
অন্যান্য মোবাইলফোনের সংযোগ নেবার মতই টেলিটক সংযোগ নিতে হলে নির্ধারিত একটি ফরমে গ্রাহকের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, পেশা এসব তথ্য দিতে হয়; সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দু’কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। আর একজন সনাক্তকারীর জতীয় পরিচয়পত্রের নম্বর, নাম ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য প্রদান করতে হয়।

ইন্টারনেট সার্ভিস চালু করতে
  • ‘পে পার ইউজ’ বা ‘নো ইউজ নো পে’ প্যাকেজ চালু করতে reg  লিখে 111 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
  • মাসিক এক গিগা বাইট প্যাকেজ চালু করার জন্য m01g লিখে 111 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
  • ১০ মেগা বাইট প্যাকেজের জন্য d10m লিখে 111 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
  • আনলিমিটেড প্যাকেজের জন্য unlলিখে 111 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
  • দৈনিক আনলিমিটেড প্যাকেজের জন্য dunlলিখে 111 নম্বরে এস এম এস পাঠাতে হয়।

অন্যান্য
  • ভলিউম প্যাকেজের মেয়াদান্তে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগটি ‘পে পার ইউজ’ প্যাকেজে রুপান্তরিত হয়।
  • ভলিউম প্যাকেজের কতটুকু ব্যবহৃত হয়েছে সেটা জানতে u লিখে 111 নম্বরে এস এম এস পঠাতে হয়।
  • কোন প্যাকেজ চালু করতে এস এম এস পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে প্যাকেজটি চালু হয়।
  • আনলিমিটেড প্যাকেজ বন্ধ করার জন্য ununl লিখে 111 নম্বরে এস এম পাঠাতে হয়।
  • সকল হ্যান্ডসেটে আই পি এবং পোর্ট নির্ধারণ করতে হয় না।

কনফিগার করা
প্যাকেজ চালু হওয়ার পর প্যাকেজ অনুসারে APN এবং IP নির্ধারণ করতে হয়।
সার্ভিসের ধরন
APN
IP
Port (ঐচ্ছিক)
নো ইউজ নো পে / মাসিক আনলিমিটেড (1 GB) / ডেইলি আনলিমিটেড (10 MB)
wap
192.168.145.101
9201
মাসিক/দৈনিক আনলিমিটেড
gprsunl
192.168.145.101
9201

ইন্টারনেট এস এম এস
টেলিটকের ইন্টারনেট এস এম এস সার্ভিস ব্যবহার করে যে কেউ টেলিটকের ওয়েব সাইট ব্যবহার করে মোবাইল ফোনে এস এম এস পাঠাতে পারেন। ইন্টারনেট এস এম এস এর জন্য "reg" লিখে 4767 নম্বরে এস এম এস পাঠাতে হয়। এরপর প্রাপ্ত পাসওয়ার্ড এবং গ্রাহকের মোবাইল নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে এস এম এস পাঠাতে পারেন গ্রাহকরা। আর এস এম এস ব্যালান্স রিচার্জের জন্য "credit" লিখে 4768 নম্বরে এস এম এস পাঠাতে হয়। এক্ষেত্রে ১০ টাকা এবং ভ্যাট কাটা হয়। আর সাধারণ এস এম এস-এর মতই এর দৈর্ঘ্য ১৬০ ক্যারেক্টারের মধ্যে হতে হয়।
কর্পোরেট গ্রাহকদের জন্য
কর্পোরেট গ্রাহকদের জন্য টেলিটকের এক্সিকিউটিভ প্রি-পেইড এবং পোস্ট পেইড প্যাকেজ রয়েছে যেখানে গ্রাহকগণ মাসে ৬০০ টাকায় (ভ্যাট যুক্ত হবে) আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এধরনের সংযোগ নিতে হলে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং টি আই এন সার্টিফিকেট প্রয়োজন হয়। কর্পোরেট ইন্টারনেট সংক্রান্ত তথ্যেরু জন্য যোগাযোগ করতে হবে corporate@teletalk.com.bd এই ই-মেইল ঠিকানায়।
ঢাকার কভারেজ এলাকা
Abdullahpur
Aftab Nagar
Aga Sadek Road
Agri University, Dhaka
Ahmedbagh
Ahmednagar
Arjatpara
Asad Avenue
Ashkona
Ashulia
Azimpur
Badda
Badda Nagar Lane
Baily Road
Balughat
Banani 18
Banani 19/A
Banani 27 (TeleTalk)
Banani Road 5
Banasree
Banglabazar
Baridhara Road 13
Baridhara Road 2D
Bashundhara Block A
Bhaghra
Bhatara
BUET
Cantonment
Central Road
Chairman Bari
Chairman office
Chankharpool
Chawkbazar
Chowdhury Para
Dakwinkhan
Dania
Darus Salam Road
Demra
Dhamrai
Dhanmondi Road 1
Dhanmondi Road 10/A
Dhanmondi Road 13
Dhanmondi Road 5/A
Dhanmondi Road 8
Dhanmondi Road 9/A
Dilkusha
Dilu Road
Distilary Road
Dohar
DOHS Baridhara
East Bashabo
East Goran
East Kafrul
East Rajabazar
East Shewrapara
English Road/ Tanti Bazar
Fakirapool
Falcon Tower
Fantasy Kingdom
Farashganj
Fayedabad
Gabtoli
Gandaria
Gono Bhaban
Goran
Green Road 169
Green Road South
Gulistan(Ramna)
Gulshan 2
Gulshan Exchange
Gulshan Road 107
Gulshan Road 116
Gulshan Road 35
Gulshan Road 55
Hatirpool
Hazaribagh
Hemayetpur
Humayun Road
Ipsa (Salna)
Iqbal Road
Jahangir Nagar University
Jatrabari
Jurain
Jurain Railgate
K.M. Das Lane (Tikatuli)
Kadamtola
Kakoli
Kakrail
Kalyanpur
Kalyanpur New
Kamalapur
Kamrangir Char
Karail
Katabon
Katasur
Kathaltola
Kaulipara
Kawla
Kazipara
Keraniganj
Khilgaon
Khilgaon Taltola
Khilkhet
Kochukhet
Konapara
Kuril
Lake Drive Road
Lalbagh
Lalbagh Road
Lalkuthi
Lalmatia Block B
Laxmibazar
Madinabagh
Mahanagar
Malibagh
Malitola
Matikata
Middle Badda
Mirhazirbagh
Mirpur 1
Mirpur 1 D
Mirpur 1 E
Mirpur 10
Mirpur 10 B
Mirpur 11
Mirpur 12
Mirpur 12 B
Mirpur 12 E
Mirpur 12/A
Mirpur 13
Mirpur 2 F
Mirpur 2 G
Mirpur 6
Mirpur 7
Mirpur E.Housing
Mirpur Exchange
Mirpur S7R3
Mitali Road
Mitford Road
Modhubagh
Modhubazar
Moghbazar
Mohakhali
Mohakhali Wireless
Mohammadi Housing Society Rd 5
Mohammadia Housing
Mohammadpur (Aziz Moholla)
Mollapara
Mollartek
Moneshwar Road
Monipur
Monipuripara
Monsurabad
Motijheel
Mughdapara
Nakhalpara
Nawabganj
New Elephant Road
New Eskaton
New Market
Nikunja,Uttara
Nilkhet
Noorjahan Road
North Bashaboo
North Pirerbagh
North Tolarbagh
Noyatola
Outer Circular Road
Pagla
Pallabi
Pallabi Extension
Parbota
Patuatuli
PC Culture
Purana Paltan
Purana Paltan Lane
PWD
R.K. Mission Road
Rayerbagh
Rayerbazar
Ring Road
Ruhitpur,Keraniganj
Rupnagar
S.B. Nagar
Satarkul
Savar
Savar Bank Colony
Savar EPZ
Savar Exchange
Savar Nabinagar
Sayedabad
Senpara
Senpara Parbata
Shahid Anwara
Shahjadpur
Shamolibag, Shamoli
Shantibagh
Shantinagar
Shayamoli
Shewrapara
Shikkha Bhaban
Shikkhatoli Lane
Shinepukur, Mirpur
Siddeshwari
Sonalibag
South Gaoir
South Kamalapur
South Mughdapara
South Paikpara
South Pirerbag
South Shahjahanpur
Swamibagh
Tajmahal Road
TB Gate
Tejgaon (CTS)
Tejgaon (TTC)
Tejkunipara
Tejturi Bazar
Tikatuli
Tipu Sultan Road
Tongi
TV Road
Uttara 1
Uttara Exchange
Uttara Sector 11
Uttara Sector 13
Uttara Sector 3
Uttara Sector 7
Uttarkhan
Wari
West Nakhalpara
West Rajabazar
West Rampura
Zinzira
Zirani


Responses

0 Respones to "টেলিটক ইন্টারনেট "

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top