বাংলালায়ন ইন্টারনেট অপারেটরের নানা তথ্য




উচ্চগতির তারহীন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে বাংলালায়ন। চতুর্থ প্রজন্মের ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।তিন ধরনের গতির ইন্টারনেট প্যাকেজ আছে। ৫১২ কেবিপিএস, ১ এমবিপিএস ও ২ এমবিপিএস। প্রি-পেইড এবং পোষ্ট পেইড দু’ধরনের প্যাকেজই আছে।

ঠিকানা

বাংলালায়ন কমিউনিকেশনস লিঃ
  • সিলভার টাওয়ার ( ১৯ তলা)
  • ৫২, গুলশান এভিনিউ, সার্কেল-১, ঢাকা-১২১২।
  • ফোন- ৮৮১৭৫৭৬, ৮৮১৬৬৩৯
  • মোবাইল- ০১১৯৮-৯৮৯৮৯৮
  • ই-মেইল- info@banglalionwimax.com
  • ওয়েব সাইট- http://www.banglalionwimax.com

বিভিন্ন প্যাকেজ ও মোডেম

প্রি-পেইড সংযোগ এর ক্ষেত্রে ইউএসবি মোডেমের দাম ২,৫০০ টাকা। আর পোষ্ট পেইড সংযোগের ক্ষেত্রে ইউএসবি মোডেমের দাম ২,০০০ টাকা এবং ইনডোর মোডেমের দাম ৫,০০০ টাকা।
প্রি-পেইড প্যাকেজকে পোষ্টপেইড প্যাকেজে রুপান্তরিত করা যায়। কিন্তু বিপরীতটি কোন ভাবেই করা যায় না। নতুন রেট চালু করলে সেটা কেবল নতুন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হয়। পুরনোদের জন্য নয়। প্রি-পেইড কার্ডের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে রিচার্জ করলে অব্যবহৃত ডাটা নতুন রিচার্জের সাথে যুক্ত হয়।

বিল প্রদান

প্রি-পেইডের জন্য বিভিন্ন বাংলালায়ন পয়েন্টে কার্ড পাওয়া যায়। কার্ডের মাধ্যমে পোস্টপেইড বিলও দেয়া যায়। মোবাইল অপারেটর রবি অনুমোদিত আউটলেট এবং রবি অর্থের মাধ্যমে বিল দেয়া যায়। তাছাড়া আরব বাংলাদেশ ব্যাংক, ওয়ান ব্যাংক, এন.সি.সি. ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং আই এফ আই সি ব্যাংক এর মাধ্যমে বিল দেয়া যায়।
আর ‘এইচ এস বি সি’ কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ একাউন্ট থাকলে অনলাইনেও বাংলালায়ন পোস্টপেইডে বিল দেয়া যায়।

গ্রাহক সেবা

সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টা গ্রাহক সেবা দেয়া হয়।

বিভিন্ন প্যাকেজের মূল্য তালিকা

পোস্ট পেইড

স্পিড
প্ল্যানের নামব্যবহারমাসিক ফি
৫১২
কেবিএস
সাফারি- ৪
৪ জিবি**
৬৫০ টাকা
সাফারি- ৬
৬ জিবি**
৮৫০ টাকা
সাফারি- ১২
১২ জিবি**
৯৫০ টাকা
সাফারি কিং
কিং***
১,২৫০ টাকা
এমবিপিএস
ভয়েজ ৬
৬ জিবি**
১,২৫০ টাকা
ভয়েজ ১২
১২ জিবি**
১,৪৫০ টাকা
ভয়েজ কিং
কিং***
২,২৫০ টাকা
২ এমবিপিএস
এক্সপিডিশন ৬
৬ জিবি**
২,২৫০ টাকা
এক্সপিডিশন ১২
১২ জিবি**
২,৭৫০ টাকা
এক্সপিডিশন কিং
কিং***
৫,২৫০ টাকা
*১৫% ভ্যাট প্রযোজ্য
** সীমা পেরোনের পর ০.১৫% টাকা/ মে. বা.
***ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য। বেপরোয়া ইন্টারনেট ব্যবহারকারীদের সংযত করার লক্ষ্যে, কেউ অতিমাত্রায় কাজ করলে গতি কমিয়ে দেয়া হয়।

নতুন প্রি-পেইড প্ল্যান

স্পিড
স্ক্রাচ কার্ড
মেয়াদ
৫১২ কেবিপিএস
অথবা
১ এমবিপিএস
৩০০ টাকা
১ জিবি ৩০ দিন
৬০০ টাকা
২.৫ জিবি ৩০ দিন

বাংলা লিংক প্লাজা সমূহের ঠিকানা

শাখা
ঠিকানা ও যোগাযোগ
মিরপুর প্লাজা১৫২, সেনপাড়া, বেগম রোকেয়া স্মরণী, মিরপুর-১০, ঢাকা-১২১৬।(আল-হেলাল হাসপাতালের উত্তর পাশে)।মোবাইল- ০১৮৩৩-৩১২৬০৭
ধানমন্ডি প্লাজাপ্রিন্স প্লাজা (২য় তলা),৪/২, সোবহানবাগ (সাত মসজিদ এর বিপরীতে), ধানমন্ডি,ঢাকা- ১২০৫ মোবাইল- ০১৮১১-৪৮০৪২৮
পুরনো ঢাকা প্লাজানগর সিদ্দিকী প্লাজা (২য় তলা), ৩/৭, ৩/৭-১ জনসন রোড (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে) ঢাকা। (শুক্রবার বন্ধ)মোবাইল- ০১৮৩৩-৩১২৭১৬
উত্তরা প্লাজানগর-বনলতা, বাড়ি# ২৪, ফ্ল্যাট# এ/১, সোনারগাঁও রোড জনপথ, সেক্টর# ১১, উত্তরা, ঢাকা। (শুক্রবার বন্ধ)মোবাইল- ০১৮৩৩-৩১২৭১৪
মতিঝিল প্লাজাবায়তুল ভিউ টাওয়ার (২য় তলা), ৫৬/১, পুরানা পল্টন (বায়তুল মোকাররম মসজিদের বিপরীতে), ঢাকা- ১০০০।মোবাইল- ০১৮১১-৪৮০৪২৯
গুলশান প্লাজাজব্বার টাওয়ার (২য় তলা), ৪২ গুলশান এভিনিউ, গুলশান সার্কেল-১, ঢাকা- ১২১২মোবাইল- ০১৮১১-৪৫৪০৯২


Responses

0 Respones to " বাংলালায়ন ইন্টারনেট অপারেটরের নানা তথ্য"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top