অবশেষে বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ ওয়েব ডিজাইন
এবং ডেভেলপমেন্ট শেখার সাইট যাত্রা শুরু করল। “এবার ঘরে বসে হোন ডেভেলপার”
এই স্লোগান নিয়ে বাংলায় শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ সাইটটি সম্প্রতি
প্রকাশিত হয়েছে। এ সাইটে যেসব বিষয়ের পূর্নাঙ্গ টিউটোরিয়াল আছে-
- এইচটিএমএল (HTML)-৩৪ টিরও বেশি টিউটোরিয়াল
- সিএসএস (CSS)-২১টিরও বেশি টিউটোরিয়াল
- এক্সএমএল (XML) পূর্নাঙ্গ ধারনা
- জাভাস্ক্রিপ্ট (javascript)-প্রায় ২৫টি
- পিএইচপি এডভান্সড এবং প্রাথমিক (Basic & Advanced PHP) ২৭ টিরও বেশি
- পিএইচপি ফ্রেমওয়ার্ক -কোডইগনাইটার(PHP Framework-CodeIgniter) পূর্নাঙ্গ ধারনা
- ডেটাবেস (SQL)১৫ টিরও বেশি
- MySQL এবং PHP ৯টিরও বেশি
- ডোমেইন নাম এবং হোস্টিং (Hosting) ৭টিরও বেশি
- ফটোশপ প্রাথমিক এবং এডভান্সড (Photoshop advanced+Basic)প্রায় ২০ টি
সাইটের
অন্যতম আকর্ষন হলো এর ফোরাম। কোন টিউটোরিয়াল পড়ে বুঝতে না পারলে এই
ফোরাম ব্যাবহার করে সাহায্য নেয়া যাবে। পূর্নাঙ্গ এই বাংলা ফোরামটিতে যেকেউ
সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবেন।
সাইটটির ঠিকানা www.webcoachbd.com
Responses
0 Respones to "ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার বাংলাদেশী সাইট"
Post a Comment