এক্টিভ করুন Microsoft Office Professional Plus 2013



আচ্ছালামু আলাইকুম । আমি আপনাদের শিখাব কিভাবে অফিস ২০১৩ এক্টিভ করতে হয় । Microsoft Office Professional Plus 2013 এক্টিভ করতে খুবই ভেজালের কাজ ।  আমি এই পর্যন্ত কম করে হলেও ৬/৭ টার বেশি এক্টিভেটর ইউজ করছি একটাও কাজ করে নাই ।
একেকটা এক্টিভেটর ১৫০/২০০ এম্বি করে ছিল ।
তবে অবশেষে সফল হলাম ।


যে এক্টিভেটর ইউজ করে এক্টিভ করছি তা শুধু মাত্র Volume version এ কাজ করবে ।
এখন কথা হচ্ছে যাদের গুলো RTM তারা কি করবে ? আবার নতুন করে নামাতে হবে । হতাশ হইলেন নাকি ?
নো টেনশন আমার টাও RTM ছিল । RTM কে কিভাবে Volume version এ পরিবর্তন করবেন তা পরে দেখাচ্ছি  আমি থাকতে আপনাদের কোন আশা ও নাই ভরসাও নাই ।
যাই হোক এখন আসল কথায় আসি ।

  1. প্রথমে এক্টিভেটর টি ডাউনলোড করুন । এই লিঙ্ক থেকে ।  Download
  2. ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলটিকে extract করুন । Extract এর সময় পাসওয়ার্ড চাইবে । পাসওয়ার্ডটি হলঃ www.oxava.com
  3. এরপর এই লিঙ্কে গিয়ে একটি আইডি খুলে নিন । আইডি ভেরিফাই করাও লাগবে না । ক্লিক করুন এখানে
  4. ডাউনলোড করা এক্টিভেটর ওপেন করুন ‘Run as administrator’ দিয়ে এবং  আইডি ও পাস দিয়ে লগইন করলে এই রকম অপশন আসবে ।



                                                                  5. Activate লেখাতে ক্লিক দিন এবং কিছুসময় পর এই রকম উইন্ডো আসবে ।


6. কিছুক্ষন অপেক্ষা করলে এই রকম অপশন আসবে তারপর আপনি ‘B’ লিখে এন্টার চাপুন ।


7. দেখুন এই করম অনেক গুলো অপশন আসবে । এবার ‘T’ লিখে এন্টার চাপুন ।

8.একটু পরে যে কোন বাটন প্রেস করতে বলবে !  তাহলে পুনরাই আগের ঐ উইন্ডো আসবে । কিছুসময় অপেক্ষা  করতে হবে । কিছুসময় অপেক্ষা করার পর দেখবেন নিচের ছবির মত আসবে । যদি না আসে তাহলে আবার  ‘T’ লিখে এন্টার চাপুন । আবার কিছু সময় অপেক্ষা করতে হবে এবং নিচের উইন্ডো এর মত আসবে । ব্যাস আপনার কাজ শেষ । এরপর আর আপনাকে কিছুই করতে হবেনা যা করার এক্টিভেটর ই করে ফেলবে ।
 9.সম্পূর্ন প্রক্রিয়া শেষ হইতে প্রায় ১০ – ১৫ মিনিট লাগবে ।
10.কাজ শেষ হয়ে যাবার পরে Word / excel বা যে কোন টা ওপেন করে File> account এ গিয়ে দেখুন এক্টিভ হয়ে গেছে ।
 ***** সম্পূর্ন কাজ করতে অবশ্যই নেট কানেক্ট করে রাখতে হবে !! এবং আবার ও বলতেছি শুধুমাত্র Volume version যে গুলো তা এক্টিভ করবে সরাসরি RTM এক্টিভ করবে না !!!!

Microsoft Office Professional Plus 2013 RTM > Volume

যাই হোক ভলিউম শুনে অনেকেই টেনশনে পড়ে গেছেন । আগেই বলছি আমার টাও ছিল কিন্তু RTM ।
আসলে ছোট একটা কাজ করেই আপনি আপনার RTM কে ভলিউমে কনভার্ট করে নিতে হবে…।
প্রথমে আপনি আপনার ISO ফাইল চেক করুন ।
এর ভিতরে যদি দেখেন proplus.ww নামে কোন ফোল্ডার আছে তাহলে আপনার চিন্তা নাই । কারন ঐ টা ভলিউম লাইসেন্স ।
আর যদি proplusr.ww থাকে তাহলে তা RTM ।
তাহলে শুরু করেন কিভাবে RTM থেকে Volume version এ কনভার্ট করবেন ।

১. প্রথমে ISO ফাইল Extract করে নিন ।
২. তারপরে “proplusr.ww” এই ফোল্ডার টিকে রিনেম করে “proplus.ww” তে পরিবর্তন করুন ।
৩. proplus.ww রিনেম করা ফাইলে দেখুন “proprww.cab” এবং “proprww2.cab” নামে দুইটি ফাইল আছে । তাদের নাম ও যথাক্রমে পরিবর্তন করে “propsww.cab” এবং “propsww2.cab” দিন।
৪. এখন যে কাজটি করবেন তাহল রিনেম করা “proplusr.ww” এই ফাইলের ভিতর থেকে “config.xml”, “proplusrww.msi”, “proplusrww.xml” এবং “setup.xml” এই চারটি ফাইল ডিলেট করে দিন ।
৫. এখন নিচের লিঙ্ক থেকে ফাইল গুলো নামিয়ে নিয়ে proplus.ww এর ভিতরে পেস্ট করে দিন !! এখানে ৩২ ও ৬৪ বিটের দুই ধরনের জন্যই ফাইল দেওয়া আছে চিন্তা নাই।  ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
৬. এবার আপনি অফিস ২০১৩ ইন্সটল করুন ।
ব্যাস এখন আপনার Microsoft Office Professional Plus 2013 RTM থেকে তা Microsoft Office Professional Plus 2013 Volume version এ পরিবর্তন হয়ে গেল ।

আশা করা যায় আপনি ও সফল ভাবে এক্টিভ করতে পারবেন ।
………………………লাস্টে যে কথা না বললেই নয।। সম্পূর্ণ কাজটি নিজ দায়িত্বে করবেন আমার হইছে তার প্রমান দিয়েছি কেউ না পারলে আমার দোষ নাই ।

তবে কোন সমস্যা হলে কিংবা বুঝতে না পারলে আমাকে ফেসবুক এ জুগাজুগ করুন । ফেসবুক এ আমার ১টি পেজ আছে সেটিতে মেসেজ দিতে পারবেন ।


Responses

0 Respones to "এক্টিভ করুন Microsoft Office Professional Plus 2013"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top