Daily Life – Vocabulary(ইংরেজি to বাংলা)



ইংরেজি আমাদের কি পরিমান দরকার তা আমদের কারও অজানা নয়। যদি আমারা ইংরেজি তে ভাল হইতে চাই তবে অবশ্যই আমাদের Vocabulary তে ভাল হইতে হবে এবং অনেক Vocabulary জানতে হবে, এখানে আমরা এমন সব Vocabulary পোস্ট করব যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় দরকার হয় এবং যা আমারা বিভিন্ন জায়গায় দেখি শুনি যেমন ইংরেজি পত্রিকায়,ইংরেজি ম্যাগাজিনে ইত্যাদি এবং যেগুলা বিভিন্ন পরীক্ষায় আপনার কাজে লাগবে (যেমন BCS , Admissions Job exams etc)। এখানে আমরা নিয়মিত Vocabulary পোস্ট করব এবং যদি আপনারা আমাদের সাথে থাকেন তবে অবশ্যই আপনাদের উপকার হবে। বেশিরভাগ Vocabulary নেয়া হবে বাংলাদেশের বিভিন্ন ইংরেজি পত্রিকা ,ইংরেজি ম্যাগাজিন ইত্যাদি থেকে।

1. Allegations =অভিযোগ
2. Allegedly = অভিযোগে বর্ণিত।
3. Rousing =জাগা,বিশাল ভাবে।
4. Massacres =নিষ্ঠুর ভাবে।
5. Atrocities = নিষ্ঠুর।
6. Plundering =লুঠ করা।
7. Vandalised = বরবর ভাবে।
8. purview =এলাকা।
9. chaos =ঝামেলা।
10. lure =প্রলোভন 
১০-১০-১২
11.Stagnant=স্থির, অপরিবর্তিত।
12.Cabinet=মন্ত্রীসভা।
13.Stirs=চলা বা চালানো।
14.Controversy=বিতর্ক।
15.Chopped=টুকরো টুকরো করা।
16.Quest= খোজা।
17.Detained=দেরি করানো।
18.Laundered=কাচা ও ইস্ত্রি করা।
19.Hiss= চিৎকার করা।
20.Aggression=চড়াও হয়ে আক্রমণ করা।
21.maniac=ক্ষ্যাপা।
22.weired=অদ্ভুত,অসাভাবিক।
23.creep=চুপিসারে চলা,ভয়ে গা  শিরশির করা।
24.Haunt=পুনপুন যাতায়াত করা।
25.Exhilarate=উৎফুল্ল।
26.offense=অপরাদ।
27.Smash=ভেঙ্গে টুকরো টুকরো করা।
28.territory= কর্মক্ষেত্র,অঞ্ছল।
29.Uncharted= অচিন্নিহিত।
30.preoccupation=সর্বক্ষণ চিন্তা ভাবনা করা।
31.Lent=উপবাস( যিশুর স্মরণে)।
32.Instinc=সহজাত তাড়না।
33.Infatuate=মোহিত করা।
34.Prank=চলনা।
35.Fortrace=নগর দুর্গ।
36.Solitude=একাকীত্ব।
37.Revolt=বিদ্রোহ।
38.Abuse=গালাগাল দেয়া।
39.Assassinattion= গোপনে হত্যা।
40.Lousy=বাজে লোক।
41.Fancy=কল্পনা।
42.Accusation=নালিশ।
43.Wrap= গুটিয়ে ফেলা।
44.Stubborn=একঘুয়ে,জেদি, কঠিন।
45.Vicious=বদমেজাজি,দুষ্ট।
46.Scandal=কেলেংল্কারি।
47.Obsess=মনকে আচ্ছন্ন করা।
48.Freak=অস্বাভাবিক।
49.Rumor=গুজব।
50.Eavesdrop=আরিপেতে শোনা।


Responses

1 Respones to "Daily Life – Vocabulary(ইংরেজি to বাংলা) "

Unknown said...

Assalamualikum.
Very good job Brother.


26 December 2015 at 10:08
নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top