মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে তৈরি করা প্রেজেন্টেশন কীভাবে স্ক্রিনসেভার হিসেবে ব্যবহার করবেন



দুই ধাপে কাজটি করবো।
ধাপ – ১ : পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে .bmp ফাইলে পরিবর্তন করা।

১- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশনটি Open করুন।
২- File মেনুতে যান। Save As এ ক্লিক করুন।
৩- আপনার কম্পিউটারের কোন এক লোকেশনে নতুন একটি খালি (Empty) ফোল্ডার তৈরি করুন। এখানে প্রেজেন্টেশনটি .bmp আকারে (প্রতিটি স্লাইড কতগুলো ছবি আকারে দেখতে পাবেন) সেইভ থাকবে।
৪- Save As Type ড্রপ-ডাউন বক্স থেকে Device Independent Bitmap সিলেক্ট করে Save করুন।
৫- Every Slide বা Current Slide Only থেকে যেকোন একটি সিলেক্ট করে OK দিন।
৬- এই ধাপের কাজ শেষ। পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশনটি Close করুন।

ধাপ – ২ : স্ক্রিনসেভার তৈরি

১- আপনি যদি Windows 7 ব্যবহার করে থাকেন তাহলে Desktop থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে Personalize এ যান।
২- Screen Saver এ ক্লিক করুন।
৩- নতুন যে উইন্ডো আসবে সেখানে ড্রপ-ডাউন থেকে Photos সিলেক্ট করুন।
৪- পাশের Settings… বাটনে ক্লিক করুন।
৫- Use pictures from এ গিয়ে Browse… করে লোকেশন চিনিয়ে দিন (যে ফোল্ডারে প্রেজেন্টেশনটি .bmp আকারে সেভ করেছেন)।  Save করে বের হয়ে আসুন।
৬- চাইলে Preview দেখে নিতে পারেন। OK দিন। কাজ শেষ। এবার অপেক্ষা করে Screen Saverটি দেখে নিন।
ধন্যবাদ। সমস্যা হলে জানাবেন।


Responses

0 Respones to "মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে তৈরি করা প্রেজেন্টেশন কীভাবে স্ক্রিনসেভার হিসেবে ব্যবহার করবেন"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top