আমাদের অনেকেরই ব্লগার এ ব্লগ আছে। আর নিজের ব্লগকে আরও সুন্দর করার জন্য আমরা সবাই খুঁজি সুন্দর একটি টেম্পলেট।
সুন্দর টেম্পলেট একজন ব্লগারের সুন্দর মনের পরিচয় বহন করে। তবে টেম্পলেট নির্বাচনের বিষয়ে কিছু বিষয় মাথায় রাখা জরুরী।
টেম্পলেটটি ইউজার-ফ্রেন্ডলি কি না, লোডিং টাইম কম কি না, রঙ, স্টাইল এসব বিষয় মাথায় রেখে আর আপনার ব্লগের সাথে সঙ্গতি রেখে টেম্পলেট নির্বাচন করুন।
ব্লগারের অফিসিয়াল কিছু টেম্পলেট আছে, যেগুলো খুবই কমন আর সাধারণ। মানুষ চায় নতুন কিছু। তাই তো নতুন টেম্পলেটের এত সন্ধান!
টেম্পলেট ডাউনলোড করার সাইট অনেক আছে। তাদের মধ্যে সেরা কিছু সাইট নিয়ে আজ এই পোস্ট লিখলাম। এসব সাইটে হাজার হাজার টেম্পলেট আছে। ডাউনলোড করে নিন আপনার পছন্দেরটি। তারপর অ্যাপ্লাই করুন blogger.com>design>edit html এ গিয়ে।
সাইটঃ
আশা করি, পোস্টটি আপনাদের কাজে লাগবে।
Responses
0 Respones to "BLOGGER TEMPLATE ডাউনলোডের ২০ টি সাইট। হাজার হাজার ফ্রি টেম্পলেট! বেছে নিন!"
Post a Comment