আমি এখানে উদাহরন হিসেবে একটি দেখাচ্ছি। অন্যান্য প্রোগ্রামেও একই ভাবে করা যাবে।
১) Start মেনু থেকে All Programs এ যেয়ে Microsoft Office এ যান,
২) এবার Excel 2003 এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
৩) তার পর Shortcut ট্যাব থেকে Shortcut key: তে Ctrl+Alt+Num 1 প্রেস করুন।
৪) সবশেষে Apply ক্লিক করে Cancel করুন।
ব্যাস কিচ্ছা খতম। এবার Ctrl+Alt+Num 1 প্রেস করে দেখুন।
Responses
0 Respones to "যেকোন প্রোগ্রাম ওপেন করতে শর্টকাটে শর্টকাট কী তৈরী করার শর্টকার্ট টিপস !!! "
Post a Comment