বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে গ্রাহকসংখ্যার বিচারে বাংলালিংকের
অবস্থান এখন দ্বিতীয়। দেশজুড়ে এজ (EDGE) নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট
সেবা দিচ্ছে বাংলালিংক। অবশ্য GPRS মোবাইল হ্যান্ডসেট দিয়েও এটি ব্যবহার
করা যায়।
ঠিকানা
টাইগার্স ডেন. এফ এম সেন্টার,
এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান মডেল টাউন,
প্লট# ৪, (শ্যুটিং ক্লাবের বিপরীতে), গুলশান ১, ঢাকা-১২১২।
মোবাইল- ০১৯১৩-১০৯০০-৯০১
ফ্যাক্স- ৮৮২৭২৬৫
ওয়েব- www.banglalinkgsm.com
বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করতে
মোবাইল ফোনে বা মোবাইল মডেমের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে
ইন্টারনেট ব্যবহার করতে বাংলালিংক ইন্টারনেট বেছে নেয়া যেতে পারে। এছাড়া যে
সব মোবাইল ফোনকে মডেম হিসেব ব্যবহারের সুবিধা আছে সে সব মোবাইল ফোনকে ডাটা
কেবলের মাধ্যমে কম্পিউটারে যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা যায়।
বর্তমানে চালু প্যাকেজসমূহ
p1: pay as you go
যেকোন বাংলালিংক সংযোগ থেকে p1 লিংকে ৩৩৪৩ নম্বরে এস এম এস পাঠিয়ে এই
প্যাকেজটি চালু করা যায়, প্রিপেইড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কিলোবাইট
প্রতি চার্জ ০.০২ টাকা এবং পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য কিলোবাইট প্রতি
চার্জ ০.০১৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)
p2: unlimited internet
এই ইন্টারনেট প্যাকেজের জন্য p2 লিখে 3343 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
মাসিক আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের জন্য এই প্যাকেজ। মাসিক চার্জ ৬৫০
টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)।
p3: night-time internet pack
রাত্রিকালীন আনলিমিটেড ব্যবহারের জন্য এই প্যাকেজ। রাত ১২ টা থেকে সকাল ৮
টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের এই প্যাকেজের জন্য মাসে ৩০০ টাকা খরচ
হবে(১৫% ভ্যাট প্রযোজ্য)। এই ইন্টারনেট প্যাকেজের জন্য p3 লিখে 3343 নম্বরে
এস এম এস পাঠাতে হয়।
p4: daily pack
শুধু একদিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের জন্য এই প্যাকেজটি বেছে নেয়া
যেতে পারে। ৫০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) মূল্যের এই প্যাকেজের জন্য p4
লিখে 3343 নম্বরে এস এম এস পাঠাতে হয়।
p6: 1 gb
২৭৫ টাকায় এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে এই প্যাকেজ। এই প্যাকেজের জন্য p6 লিখে 3343 নম্বরে এস এম এস পাঠাতে হয়। *222*3# ডায়াল করে বিনে পয়সায় ব্যবহারের পরিমাণ জানা যায়।
p7: mini pack
প্রিপেইড গ্রাহকগণ ২০ টাকায় ১৫ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করার জন্য এই
প্যাকেজ। এই প্যাকেজের জন্য p7 লিখে 3343 নম্বরে এস এম এস পাঠাতে হয়। এই
প্যাকেজর মেয়াদকাল ২৪ ঘন্টা।
p8: weekly mini pack
প্রিপেইড গ্রাহকগণ ৫০ টাকায় ৫০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই
প্যাকেজের মাধ্যমে। এই প্যাকেজের মেয়াদ ৭ দিন। এই প্যাকেজের জন্য p8 লিখে
3343 নম্বরে এস এম এস পাঠাতে হয়। *222*3# ডায়াল করে বিনে পয়সায় ব্যবহারের পরিমাণ জানা যায়।
বাংলালিংকের বর্তমান বিশেষ অফার
মোবাইল মডেমের দাম
মোবিডাটা ২৫০০ টাকা, ওয়্যারলেস এজ ২৩০০ টাকা, হেম ২৩৫০ টাকা।
বাংলালিংক মডেম এবং নতুন সংযোগ নেয়া
বাংলালিংকের মডেম ও সিম এর একটি একীভূত প্যাকেজ এখন চালু আছে। এর মূল্য
২৭৪৯ টাকা। এর সাথে রয়েছে চার মাসের ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
মডেমটি বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টার এবং বাংলালিংক পয়েন্টগুলোয়
পাওয়া যাচ্ছে। তবে এই মডেমটিতে বাংলালিংক ছাড়া অন্য কোন অপারেটরের সিম
ব্যবহার করা যাবে না। মডেমটি প্লাগ এন্ড প্লে সাপোর্ট করে। উইন্ডোজ
২০০০/এক্স পি/ভিসতা/৭ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে মডেমটি বাবহার করা যাবে।
সর্বোচ্চ ৮ গিগা বাইট ধারণ ক্ষমতার মেমরী কার্ড ব্যবহার করা যায়। আর এটি
edge এবং GPRS দু’ধরনের ব্যবস্থাতে্ই কাজ করে। এভাবে সিমসহ মডেম কিনতে হলে
মোবাইল সিম কেনার মত একটি ফরমে গ্রাহকের তথ্যাবলী প্রদান করতে হবে, সাথে
ন্যাশনাল আইডির ফটোকপি এবং দু’কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
মোবাইল ফোন এবং কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কম্পিউটার ব্যবহারে প্রয়োজনীয় কারিগরি তথ্য:
Internet
web settings |
|
profile name |
blweb |
apn (access point name) |
blweb |
**protocol |
http |
wap settings
|
|
profile name |
blwap |
apn (access point name) |
blwap |
gateway (proxy) ip |
10.10.55.34 or 010.010.055.34 |
gateway (proxy) port |
8799 |
**protocol |
http |
mms settings
|
|
profile name |
banglalink mms |
apn (access point name) |
blmms |
gateway (proxy) ip |
10.10.55.34 |
gateway (proxy) port |
8799 |
relay server url |
http://mmsc1:10021/mmsc/01 |
data bearer |
gprs |
** maximum allowed size for mms is 100 kb; messages exceeding 100 kb will not be delivered. |
ঢাকার কভারেজ এলাকাসমূহ
বাড্ডা, ক্যান্টনমেন্ট, ডেমরা, ধামরাই, ধানমন্ডি, দোহার, গুলশান,
হাজারীবাগ, কাফরুল, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, খিলগাঁও, কতোয়ালী, লালবাগ,
মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল,, নওয়াবগঞ্জ, পল্লবী, রমনা, সবুজবাগ, সাভার,
শ্যামপুর, সূত্রাপুর, তেজগাঁও, উত্তরা, ফরিদপুর, আলফাডাঙ্গা।
কারিগরি সমস্যার ক্ষেত্রে:
ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোন অসুবিধা হলে যোগাযোগ করা যেতে পারে ১২১ নম্বরে, আর info@banglalinkgsm.com ঠিকানায় ই-মেইলেও যোগাযোগ করা যেতে পারে। ফোন বা ফ্যাক্সের মাধ্যমেও যোগাযোগ করা যেতে পারে।
+(88)02 9888370-1,
+(88)02 9862325-6
+(88)02 9862325-6
01911 304121
01912-999000 (postpaid hotline)
01912-999000 (postpaid hotline)
ফ্যাক্স +(88)02 8820594
ঢাকায় বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টারসমূহ
location
|
contact number
|
working hour
|
dhaka ccc (gulshan) rangs arcade ground floor, south side 153/a gulshan north avenue gulshan circle - 2 |
fax: 02-9862607 |
9 a.m. - 8 p.m.
sunday - thursday 9 a.m. - 6 p.m. saturday 9 a.m. - 6 p.m. friday |
dhaka ccc (motijheel) humayun court ground floor, 21 motijheel c/a dhaka - 1000 |
fax: 02-9563638 |
Responses
0 Respones to "বাংলালিংক ইন্টারনেট "
Post a Comment