ইন্টারনেটে যখন আমরা কোন মেইল অন্যকারো কাছে পাঠানোর
প্রয়োজন হয় তখন ইয়াহু বা গুগলে সাইন ইন করতে হয়। তারপর মেইল পাঠাতে হয়।
কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে ওয়েব সাইট সম্পর্কে আমি আপনাদের পরিচয়
করিয়ে দেব এটা দিয়ে আপনারা খুব সহজে আপনার বন্ধুর কাছে ইমেইল করতে পারবেন। কোন রেজিষ্টেশন বা লগইন ছাড়াই। কোন ঝামেলা ছাড়াই…
ওয়েব সাইটে যেতে এখানে ক্লীক করুন
যেভাবে ইমেইল পাঠাবেনঃ
১. ওয়েব সাইটে যান।২. Send to বক্সে আপনার বন্ধু বা যার কাছে মেইল পাঠাতে চান তার ইমেইল টাইপ করুন।
৩. Your Email Address এ আপনার ইমেইল ঠিকানা লিখুন। আপনার বন্ধু যদি মেসেজটির রিপ্লাই দেয় তাহলে এই ঠিকানায় মেইল চলে আসবে।
৪. Subject এ আপনার মেইল এর বিষয় লিখুন।
৫. এবার বড় বক্সে আপনার মেইল লিখুন।
৬. সবশেষে ক্যাপচা পুরণ করে Send বাটনে ক্লীক করলেই মেইল চলে যাবে।
আশা করি আপনাদের কাজে লাগবে
ধন্যবাদ………
Responses
0 Respones to "রেজিস্ট্রেশন বা লগইন ছাড়াই ইমেইল পাঠান খুব সহজে"
Post a Comment