“বিসমিল্লাহির রাহমানির রাহিম”আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন এই প্রত্যাশাই করি।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক কাজে
লাগবে বলে আশা করি.Net meter এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি কতটুকু
ডাটা ব্যবহার করেছেন তার পূর্ণ Details দেখতে পাবেন.কত মেগা/গিগা আপনি
ডাউনলোড করেছেন বা আপলোড করেছেন তার বিস্তারিত এখানে পাবেন.এমনকি এটি
প্রতিদিন ,সপ্তাহ বা মাস অনুযায়ী আলাদা আলাদা ভাবে ডাটা ব্যবহারের পরিমাণ
প্রদর্শন করে.বিস্তারিত আপনি ইচ্ছা করলে ms excel এ রাখতে পারবেন Export
অপশনটির সাহায্যে ।আর Net meter একটি freeware.কোন লাইসেন্সের ঝামেলা নাই.আর এটি খুবই ছোট একটি সফটওয়্যার ,
সুতরাং এখান হতে ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
Labels:
Download,
Internet,
Tricks
Previous Article


Responses
0 Respones to "হিসেব রাখুন ইন্টারনেটের মোট ডাটা ব্যবহারের পরিমাণ"
Post a Comment