ব্লগারদের কাজে লাগার মতো কিছু ফেইসবুক টিপস এবং টিউটোরিয়াল



ব্লগ প্রোমোট করার জন্য ফেইসবুক ব্লগারদের কাছে খুবই প্রিয় একটি জায়গা। বেশিরভাগ ব্লগেরই প্রথম পাঁচটি ট্রাফিক সোর্সের মধ্যে ফেইসবুক একটি। ফেইসবুক থেকে কাঙ্খিত ভিজিটর পেতে আপনিও কিছু উদ্যোগ নিতে পারেন। আপনার ব্লগে যুক্ত করতে পারেন কিছু ফেইসবুক বাটন এবং উইজেট। এগুলো সম্পর্কিত কিছু টিপস থাকছে এই পোস্টে …
2010-07-21_011859

ব্লগে ফেইসবুক Like বাটন যুক্ত করা

বেশিরভাগ জনপ্রিয় ব্লগেই এখন ফেইসবুক লাইক বাটন দেখা যায়। আর এটি ব্লগে যুক্ত করা একদম সহজ। প্রথমে এই লিংক এ ক্লিক করুন। এরপর যে পেইজটি আসবে সেখানে একটু নিচে স্ক্রল করলে নিচের মত একটি চিত্র দেখতে পাবেন -
2010-07-20_215544
এখানে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে Get Code এ ক্লিক করুন। তারপর একটি পপআপ উইন্ডো আসবে এবং সেখান থেকে iFrame অথবা XFBML কোড নিয়ে আপনার ব্লগের প্রয়োজনীয় জায়গায় যুক্ত করলেই হবে।

ব্লগে যুক্ত করুন ফেইসবুক ‘লাইক বক্স’ (ফ্যান বক্স)

আপনার ব্লগের ফেইসবুক পেইজে ফ্যান বৃদ্ধি করার একটি সহজ বুদ্ধি হলো ব্লগে একটি লাইক বক্স যুক্ত করা। এটি ব্লগের ভিজিটর এবং ফ্যান বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি করে। বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর লাইক বক্স দেখতে নিম্নরুপঃ

লাইক বক্স যুক্ত করার জন্য প্রথমে ফ্যান পেইজে গিয়ে বাম পাশের মেনু থেকে Edit Page এ ক্লিক করুন। এরপর একটু নিচে স্ক্রল করে ডানপাশে ‘Promote with a Like Box’ নামে একটি লিংক দেখতে পাবেন।
Create like box
লিংকে ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন। এখানে বাম পাশের বক্সে কোন কিছু পরিবর্তন করলে ডানপাশে এর প্রিভিউ দেখা যাবে।এখানে প্রথম বক্সটিতে আপনার ফেইসবুক পেইজের আইডি দিন। তবে ইতোমধ্যে আপনি যদি
2010-07-21_001815
আপনার পেইজের ইউজার নেইম নিয়ে থাকেন তখন পেইজ আইডি পেতে একটু কাজ করতে হবে। পেইজটির প্রোফাইল ইমেজে ক্লিক করুন। তারপর ব্রাউজারের এড্রেসবারের দিকে লক্ষ্য করুন। সেখানে একদম শেষে যে সংখ্যাটি থাকবে সেটিই আপনার আপনার পেইজ আইডি। নিচের ইমেজটি দেখলে বিষয়টি পরিস্কার হবে আশা করিঃ
2010-07-21_002451
পেইজ আইডি এর পরে লাইক বক্সের Witdh এবং Connections সংখ্যা নির্ধারন করুন আপনার চাহিদা অনুযায়ী। নিচের দুটি অপশনও আপনার মত পরিবর্তন করুন। সব শেষে Get Code বাটনে ক্লিক করলে কোড পেয়ে যাবেন এবং এটি আপনার ব্লগের প্রয়োজনীয় স্থানে পেস্ট করলেই লাইক বক্স দেখা যাবে।

পোস্টের ভেতরে যুক্ত করুন শেয়ার বাটন

আপনার লেখা পোস্টটি শেয়ার করার কাজটি পাঠকদের সহজ করে দিতে চাইলে যুক্ত করতে পারেন ফেইসবুক শেয়ার বাটন। এই শেয়ার বাটনে ক্লিক করে পাঠকরা লেখাটি ফেইসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। শেয়ার বাটন যুক্ত করার প্রক্রিয়াটি একেবারেই সহজ। এই লিংকে ক্লিক করলে নিচের ইমেজের মত একটি পেইজ দেখতে পাবেন।
2010-07-21_010314
এখানে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে কোডটি কপি করুন। এরপর এটি আপনার ব্লগ থীমের single.php ফাইলে প্রয়োজনীয় স্থানে পেস্ট করলেই প্রতিটি পোস্টে শেয়ার বাটন দেখা যাবে।


Responses

0 Respones to "ব্লগারদের কাজে লাগার মতো কিছু ফেইসবুক টিপস এবং টিউটোরিয়াল"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top