একটি জিমেইল আইডিই আপনার ১০০০০০০০০০+ আইডি!!!!




আসুন দেখে নেই কিভাবে:
১. ডোমেইন নাম চেঞ্জ করে
** ধরুন আমার  একটা  জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে  ‍shihab@gmail.com . এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে । আপনার কি মনে হয় আমি আবারো এক ই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ ? না , তাই না ? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে । যেমন আমি যদি   shihab@gmail.com এর  জায়গায় লিখি  shihab@googlemail.com  তাহলে এটা ফেসবুক এর  সার্ভার এ দেখাবে ভিন্ন  দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর ই মিরর !  দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !
2. + জুড়ে দিয়ে:
**জিমেইল এর আসল আইডি  shihab@gmail.com  @ এর আগে এবং  shihab  এর পর আপনি যা ইচ্ছা টাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা \”+\” চিহ্ন থাকতে হবে । যেমন ধরুন  shihab+bhat.khamu.na@gmail.com ,  shihab+sumon@gmail.com  ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে । সব ই কিন্তু আসল আইডি  shihab@gmail.com মিরর হবে । অর্থাৎ এর যেকোনো টার ই ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !
3. (.) Dot  চিহ্ন ব্যবহার করে:
**আসল আইডি shihab@gmail.com এর যে কোন  জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.)  ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি । যেমন shi.hab@gmail.com , sh.ih.a.b@gmail.com , এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে । অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি shihab@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে । কিন্তু যেকোনো  সার্ভার এ এটাকে এক বলে চিনতে পারবে না । identical difference  এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা  ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার !
এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থকে কোন কষ্ট ছাড়াই  সর্বাধিক ফায়দা নিতে পারেন 


Responses

0 Respones to "একটি জিমেইল আইডিই আপনার ১০০০০০০০০০+ আইডি!!!! "

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top