PDF ফাইলের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি আমাদের
অতি প্রয়োজনীয় একটি ফাইল ফরম্যাট। অনেক সময় আমাদের একাধিক পিডিএফ ফাইলকে
একসাথে যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজটি খুব দ্রুত ও সহজে করতে
নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।
১। প্রথমে PDFBinder সফটওয়্যার এর সাহায্য নিতে হবে, তাই code.google.com/p/pdfbinder এই লিংকে প্রবেশ করুন।
২। PDFBinder হোমপেজ থেকে, Download ট্যাবে ক্লিক করুন।
৩। ফাইলের তালিকা থেকে, সফ্টওয়্যার সাম্প্রতিকতম ভার্সনটি নির্বাচন করুন।
৪। ফাইলের তালিকা থেকে, সাম্প্রতিকতম সফ্টওয়্যারটি নির্বাচন করে সঠিক ভাবে ইনস্টাল করুন।
৫। ইনস্টল করার পরে PDFBinder খুলুন। আপনি যদি আপনার ডেস্কটপে শর্টকাট কি দেখতে না পান, তাহলে আপনার স্টার্টমেনু চেক করুন।
৬। সফ্টওয়্যারটি ওপেন হলে, Add Fileএর মাধ্যমে প্রথম ফাইল টি নির্বাচন করুন।
৭। Add File মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী PDF ফাইলগুলি যোগ করুন।
৮। PDF ফাইল গুলো আপনার পছন্দ মত উপর নিচ করে পুনর্বিন্যাস করতে পারবেন।
৯। Bindবাটনে ক্লিককরুন।
সবশেষে নতুন ফাইলটির নাম দিয়ে আপনার কম্পিউটার এ সংরক্ষণ করুন। কিছুক্ষণ এর মধ্যেই আপনারনতুন তৈরি হওয়া PDF ফাইলটি দেখতে পাবেন।
Responses
0 Respones to "একসাথে যুক্ত করুন আপনার একাধিক পিডিএফ ফাইল"
Post a Comment