নকিয়া ফোন মডেমের গতি বাড়িয়ে নিন




আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভাল। নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে। এ ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যায়। প্রথমে NokiaPc Suite দিয়ে কম্পিউটারের সঙ্গে হ্যান্ডসেটটি সংযুক্ত করুন। এরপর Connect to the Internet ব্যবহার করে ইন্টারনেটে সংযোগ দিন। সংযোগ দেওয়া হয়ে গেলে আবার ডিসকানেক্ট করুন।
এবার network হতে network and sharing center এ যান।
এখন change adapter setting এ যান।
এখানে nokia phone Bluetooth modem এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Propertise যান।
এবার Configure ক্লিক করুন।
যে পেইজ আসবে সেখানে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 করে দিন। ok করে বেরিয়ে আসুন।



ইউনডোজ xp জন্যঃ
Start ক্লিক করে Run-এ গিয়ে ncpa.cpl লিখে Enter চাপুন।
এখন যে পেইজ আসবে সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে। এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Propertise-এ ঢুকে Configure থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 লিখুন। ok করে বেরিয়ে আসুন।
এবার Nokia USB Modem#1-এ দুবার ক্লিক করে Dial-এ চাপ দিন। দেখবেন নেট কানেক্ট হয়ে গেছে।
আগের চেয়ে ইন্টারনেটে গতি অনেক বেড়ে যাবে। পরবর্তী সময়ে যদি NokiaPc Suite ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন, তাহলে এ সেটিংস বদলে যাবে।পুনরায় করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।


Responses

0 Respones to "নকিয়া ফোন মডেমের গতি বাড়িয়ে নিন"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top