আজ আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব একটি সাইটের সাথে । যেখান থেকে আপনি আপনার ব্লগ এর সকল পোস্ট নিজে নিজে পোস্ট করবে আপনার টুইটার ফেসবুক ফান পেইজ এবং আপনার ফেসবুক প্রোফাইলে । এর জন্য আপনাকে জা করতে হবে তা একেবারেই সহজ । তার পরেও নতুন মানুষ দের জাতে বুঝতে কস্ট না হয় তাই আমি নিজেই কস্ট করে ছবি দিয়ে পোস্ট করলাম ।

হোম এ জাবার পরে “”Add Your Blog“” এ ক্লিক করবেন । ক্লিক করার পরে উপরের ছবির মত একটি পেজ আসবে । যদি আপনি ফেসবুক আইডি দিয়ে লগিন করেন তাহলে লগিন বাটানে ক্লিক করবেন এছারা রেজিস্টার এর ব্যাবস্তা ও আছে ।

লগিন বাটানে ক্লিক করার পরে পারমিসন বাটানে ক্লিক করে লগিন করুন ।

এই ছবির মতই আসবে লগিন সম্পুর্ন হয়ে গেলে । এখানে আপনার ব্লগ এর লিংক দিবেন এবং পরবর্তি বাটান ক্লিক করবেন । কোন ওয়েব সাইট কে সাপোর্ট করবে না তাই এখানে শুধু মাত্র ব্লগ এর লিঙ্ক দিবেন ।

পরবর্তি বাটান ক্লিক করলে এই ছবির মত আসবে ।
Tagline: আপনার ব্লগ এর ট্যাগ লাইন দিন ( ট্যাগ লাইন হচ্ছে আপনার ব্লগ কে কি ওয়ার্ড দিয়ে খুজে পাওয়া যাবে)
Blog Name: আপনার ব্লগ এর নাম কি দিতে চান ?
Topics: এই ঘড় গুলা খালি রাখেন ।
Language: বাংলা / ইংরেজি জা দিতে চান । হিব্রু ভাষা জানলে তাও দিতে পারেন

Description: ব্লগ এর বিস্তারিত এখানে লিখুন ।
Your Email: you@mydomain.com
সব কিছু সম্পুর্ন হলে পরবর্তি বাটানে ক্লিক করুন ।

পরবর্তি বাটানে ক্লিক করার পরে উপরের ছবির মত আসবে । যেখানে আপনাকে জিজ্ঞাস করা হচ্ছে আপনি কি এটার এক মাত্র মালিক ? যদি তাই হয়ে থাকেন তাহলে “হ্যা” বাটানে ক্লিক করেন ।

হ্যা” বাটানে ক্লিক করার পরে আপনি দেখবেন উপরের ছবির মত আসছে । এখানে আপনি চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । নতুবা উপরে আপনার ডাসবোর্ড এ ক্লিক করে চলে জান ।

ডাসবোর্ড এ ক্লিক করলে আপনি উপরের ছবির মত দেখতে পাবেন । এখন আপনি আপনার ব্লগ এর নামে ক্লিক করুন ।

আপনার ব্লগ এ ক্লিক করার পরে দেখবেন আপনার ব্লগ এর পোস্ট গুলা এখানে নিচে সিরিয়াল ভাবে এসেছে ।
এবং ছবিটিতে লক্ষ কুরুন লিখা আছেঃ This is Your Blog Profile: এর নিচের লিংক এ ক্লিক করুন ।

লিংক এ ক্লিক করার পরে উপরের ছবির মত দেখতে পাবেন । এখন আপনি চাইলে টুইটার অথবা ফেসবুক এ ক্লিক করে অনুমতি নিয়ে নিন ।
ব্যাস হয়ে গেল এখন থেকে যা কিছু পোস্ট করবেন আপনার ব্লগে সব কিছুই দেখবেন আপনার প্রোফাইল অথবা ফান পেইজে অটোমেটিক চলে যাবে ।

Responses
0 Respones to "ব্লগের পোস্ট অটোমেটিক ফেসবুক / টুইটার অথবা নিজের প্রোফাইলে পোস্ট করান"
Post a Comment