ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে – যত খুশি




আমরা মোবাইল ফোন থেকে নানা কাজে এসএমএস পাঠাই। ইন্টারনেটের মাধ্যমে সেল ফোনে এ কাজটি আমরা খুব সহজেই করতে পারি সম্পূর্ণ বিনে পয়সায়। এ জন্য আপনার প্রয়োজন হবে জি.পি.আর.এস/এজ্ সুবিধা সংবলিত একটি হ্যান্ডসেট।

  • প্রথমে আপনার ফোনের Wap Browser > Enter URL এ যান।
  • Address এর ঘরে wap.cellity.com লিখে ok চাপুন।
  • আপনার সেটের ম্যানুফ্যাকচারিং এবং মডেল নং নিবার্চন করুন।
  • এবার Application টি ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে আপনার ফোনের Application/Collection থেকে Application টি রান করুন।
  • এর পর ইউজার নেম এর ঘরে আপনার নাম নম্বরের ঘরে আপনার সচল মোবাইল নম্বর দিন। কারণ এ নাম্বারেই ভেরিফিকেশন কোড আসবে।
  • ভেরিফিকেশন কোড আসলে পরবর্তী স্টেপে তা লিখে Enter চাপুন।
রেজিস্ট্রেশন শেষ! এবার যত খুশি উপভোগ করুন ফ্রি এসএমএস। মনে রাখতে হবে মোবাইল নম্বর সব সময় ইন্টারন্যাশনাল ফরমেটে লিখতে হবে। ( যেমনঃ বাংলাদেশ- 8801XXXXXXXXX )


Responses

0 Respones to "ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে – যত খুশি "

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top