রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন। মোবাইল নাম্বার টাইপ করার বক্স আসবে। এখানে কাংখিত নাম্বার টাইপ করুন যেমন 88011994429xx । এবার ডায়াল বাটনে ক্লিক করুন।
তবে দু:খের বিষয় হচ্ছে দৈনিক একটার বেশী কল করতে পারবেন না। তবুও মাগনা পাইলে আলকাতরাও ভালা।
Labels:
Exclusive Posts,
Internet,
Tricks

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "!!! রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ ফ্রি পিসি-টু-মোবাইল কল !!!"
Post a Comment