টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ উপায় (Resume Supported & 100% working)



আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন ।
আমরা যারা ইন্টারনেটের দুনিয়ায় ঘোরাফেরা করি তারা প্রায় সবাই কম-বেশি ডাউনলোড এর সাথে জড়িত ।ডাউনলোডের আবার নানা রকম সকম ।কেউ কেউ বিভিন্ন ফাইল হোষ্টিং সাইট থেকে ডাউনলোড করে থাকি ।কেউবা আবার টরেন্ট থেকে ডাউনলোড করে থাকি ।টরেন্ট থেকে যারা ডাউনলোড করে থাকেন তারা নিশ্চয়ই স্পীড নিয়ে ভোগান্তিতে থাকেন ।কারন বিভিন্ন বিটটরেন্ট সাইলেন্ট দিয়ে ডাউনলোড করার ফলে একদিকে স্পীড কম হয় এবং অন্যদিকে অনিদি‍‌ষ্ট রেশিওতে আপলোডের কারনে আমাদের ব্যান্ডউইথের বারোটা বাজতে বেশিক্ষন লাগেনা ।তবে internet download manager (IDM) দিয়ে ডাউনলোড করলে স্পীড একটু বেশি হয় ।বর্তমানে আইডিএম দিয়ে টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য সাইট হল zbigz.com ।তবে এই সাইটের সার্ভারে বেশি লোড থাকলে এবং কম সিডার থাকলে ডাউনলোডে সমস্যা করে ।আজ আপনাদেরকে এমন একটি  সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার সাহায্যে এসব সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পারবেন আইডিএম দিয়ে ।এটি মূলত একটি ফাইল হোষ্টিং সাইট যাতে ফ্রি মেম্বার হিসেবে ১ জিবি ডাটা রাখা যাবে ।আপনি আপনার টরেন্ট লিংকটি বা টরেন্ট ফাইলটি আপলোড করে দিয়ে পেইজটি কেটে দিন এবং নেট ডিসকানেক্ট করে বসে থাকুন ।আপনার কাঙ্খিত ফাইলটির সিডার সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি আপলোড হবে ।আমার ৭০০এমবি ২০সে. আপলোড হয়েছে ।সিডার কম হলেও কোন চিন্তা নেই ।১টি সিড দিয়ে আমার ৪০০এমবি 5মিনিটে আপলোড হয়েছে ।1gb যদি ও খুবই কম জায়গা তবে আপনি চাইলে একটি ফাইল ডাউনলোড করে তা ডিলিট করে দিতে পারেন ।আবার আপনার রেফারেন্সে কাউকে join করালে আপনি 340mb space পাবেন ।আর একটি মজার বিষয় হল আপনি যদি কারও রেফারেন্সে জয়েন করেন তাহলে আপনিও 340mb space বেশি পাবেন অর্থ্যাৎ 1.34gb পাবেন আর রেফারেন্স ছাড়া 1gb ।আমার রেফারেল লিংক দিলাম নিচে আর কিছু স্কিনশট দিলাম.
to join click here



কোন সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন:jony007ex@gmail.com


Responses

0 Respones to "টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ উপায় (Resume Supported & 100% working)"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top