বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
আমরা যারা নেট ইউজ করি তাদের মধ্যে মনে হয় এমন লোক খুজে পাওয়া যাবে না যিনি IDM ব্যবহার করেন না। তবে এটি ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর Registration . এর রেজি: করতে গেলে কত যে ঝামেলা। অনেকে Patch, Crack, Serial খুজতে খুজতেই মূল্যবান এম.বি নষ্ট করে ফেলি অনেকটুকুই। এইতো সেইদিন আমার পিসির পার্টিশন ব্রেক করার পর IDM সহ অনেক সফটই হারিয়ে ফেলি। তখন থেকেই ফুল ভার্সন খুজতে খুজতে আমার বারটা বেজে ছিল। তবে অনেক জায়গায়ই পেয়েছি কিন্তু তা ছিল Patch বা Crack যা ব্যবহার করলে কিছুক্ষণ পরই আবার IDM বলে আপনি ফ্যাক সিরিয়াল ব্যবহার করেছেন। ওহ কি যে যন্ত্রনা।তাই খুজতে খুজতে একজায়গায় পেয়ে গেলাম IDM 7.1 (latest) Ful Version. যেটিতে না প্রয়োজন কোন Patch, Crack বা Serial. এখন এটি ব্যবহার করছি। খুবই মজা পাচ্ছি। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। যে যে প্রয়োজন মনে করেন ইচ্ছা হলে ডাউনলোড করে নিতে পারেন।
Labels:
Download,
Review,
Tricks

 Previous Article





  BD Dial Codes

Responses
0 Respones to "IDM 7.1 (latest) Full Version টি প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিন!!!!"
Post a Comment