বাংলা লিখা
 ছাড়া আমাদের চলেই না কারন বাংলা আমাদের প্রাণ। আমরা ইন্টারনেটে অনেকে 
বাংলা লিখতে পারি না বা অনেকে আবার  বিজয় দিয়ে বাংলা লেখতে ওস্তাদ 
 । আজকে আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব এটা দিয়ে অফলাইনে যে
 কোন বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করা যায়। আমরা অনেকে অনেক ওয়েব সাইট
 এর মাধ্যমে এই কাজটি করে থাকি কিন্তু এর জন্য ইন্টারনেট কানেকশন এর দরকার 
হয়, অনেকের কাছে এটি একটি ঝামেলা । এই সফটওয়্যারটি ব্যবহার করতে কোন ইন্টারনেট কানেকশন লাগবে না 
 । সফটওয়্যারটির নাম হচ্ছে Avro Converter। সফটওয়্যারটি বিজয় থেকে 
ইউনিকোড, আল্পনা থেকে ইউনিকোড, প্রশিকাশব্দ থেকে ইউনিকোড, প্রবর্তন থেকে 
ইউনিকোড,  ইত্যাদি যে কোন বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করে। মাইক্রোসফট 
ওয়ার্ড, নোটপ্যাড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস এর পুরো 
ফাইলকেও সহজে অল্প সময়ে ইউনিকোড এ রূপান্তর করতে পারে।
তাহলে আসুন দেখি এটি কিভাবে কাজ করে ।
প্রথমে Avro Converter সফটওয়্যারটি ওপেন করুন।

এখন নিচের চিত্র অনুযায়ী কাজ গুলো করুন।

এবার (ক) ও (খ) নং চিত্র অনুযায়ী কাজ গুলো করুন। কাজ শেষ  ।
সবাইকে অসংখ্য ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।
Labels:
Download,
Exclusive Posts,
jony007ex,
Review,
Science and Tecnology,
Tricks

 Previous Article





  BD Dial Codes

Responses
0 Respones to "অফলাইনে ইউনিকোডে রূপান্তর করুন যে কোন বাংলা লেখাকে (জটিল একটি কাজের সফটওয়্যার) "
Post a Comment