আপনাদের সবাইকে স্বাগতম।
আজ আপনাদের একটা মজার বিষয় শেখাবো।হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।তাই যারা জানেন না তাদের জন্য করছি।।আমিও কিছুদিন আগে জানতাম না।
যাদের ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে তাদের জন্য
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ।এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।
আপনার
কি ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে?এবং ইন্টারনেট ব্যাংকিং চালু আছে?থাকলে
অনেক ভালো।কারন ইসলামি ব্যাংক এ তাদের ইন্টারনেট ব্যাংক এ নতুন সার্ভিস
চালু করেছে যার নাম iRecharge.অর্থাৎ আপনি এখন থেকে ঘরে বসেই যেকোনো সময়ে যেকনো পরিমান টাকা আপনার মোবাইল এ রিচার্জ করতে পারবেন।যেকোনো নাম্বার এ।কোনো প্রকার সার্ভিস চার্জ নেই।আসুন জেনে নিই এই সার্ভিস চালু করতে হলে কি করতে হবে।
- ইসলামি ব্যাংক এ একাউন্ট থাকতে হবে।
- ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে।
- iRecharge একাউন্ট এবং পিন নম্বর থাকতে হবে।
এবার দেখুন কিভাবে কি করতে হবে।
প্রথমে তাদের সাইট এ যান। ঠিকানাঃ IslamibankBD


- রেজিস্ট্রেশন এর জন্য iRecharge এ ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট করুন।Apply করা হয়ে গেলে ১৫ দিন পর তাদের কাছে যেয়ে পিন নাম্বার নিয়ে আসুন।এই পিন নাম্বার ছাড়া রিচার্জ করতে পারবেন না।
ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করার পর ছবি তে দেখানো মত iRecharge এ ক্লিক করুন।

এবার আপনার মোবাইল নাম্বার , প্যাকেজ , পিন নাম্বার , ও কত টাকা রিচার্জ করবেন তা পুরন করুন।




এবার লক্ষ্য করুন যে রিচার্জ হয়ে গেছে।১মিনিট এর মধ্যে আপনার ব্যালেন্স এ টাকা এসে যাবে।
বিঃদ্রঃ
যদি কখনো এমন হয় যে টাকা রিচার্জ করেছেন,টাকা একাউন্ট থেকে কেটে নিয়েছে
কিন্তু মোবাইল এ আসেনাই তবে মোবাইল কোম্পানির কল সেন্টার এ সাথে সাথে
জানাবেন।আশা করি সবাই ঠিক মত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে আমাকে বলুন।

Responses
0 Respones to "দোকানে রিচার্জ করতে যাওয়ার দিন শেষ।আপনার ব্যাংক একাউন্ট থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকার চার্জ ছাড়াই।"
Post a Comment