মিডিয়াফায়ারের ভিতরে সব ধরনের ফাইল সার্চ করার কিছু টিপস এন্ড ট্রিকস




মিডিয়াফায়ার হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফাইল হোস্টিং সার্ভিস যাতে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করতে পারবেন ।মিডিয়াফায়ারকে বলা হয রেপিডশেয়ারের সবচেয়ে বিশ্বস্ত বিকল্প ।মিডিয়াফায়ারের সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব সহজেই ডাউনলোড এবং আপলোড করা যায় সাথে রিজিউম সাপোর্টসহ।
মিডিয়াফায়ারে প্রতিদিন প্রায় ৪৯০ মিলিয়ন ফাইল আদান প্রদান হয়।বিশ্বের লাখো ইউজার প্রতিদিন আপলোড করছে তাদের প্রিয় ফাইলগুলো সুতরাং আশা করাই যায় সবধরনের ফাইল পাওয়া যাবে মিডিয়াফায়ারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি আধিকাংশ ফাইলই আছে মিডিয়াফায়ারে ।কিন্তু আপনি ইচ্ছা করলেই তাদের ফাইলগুলো খুজে পাবেন না কারন মিডিয়াফায়ারের নিজস্ব কোন সার্চ অপশন নাই
কিন্তু গুগল ব্যবহার করে আপনি মিডিয়াফায়ারের সার্ভারে সার্চ করতে পারেন ।কিভাবে?
  • প্রথমেই গুগলে যান তারপর লিখুন
    Site:Mediafire.com এবার ঠিক করুন আপনি কি সার্চ করতে চান।
    ধরুন আপনি Mp3 সার্চ করতে চান তাহলে লিখতে হবে Site:mediafire.com Mp3 তাহলেই মিডিয়াফায়ারের সংরক্ষিত সব Mp3 ফাইল চলে আসবে আপনার চোখের সামনে
  • মনে রাখবেন যখন Mp3 লিখবেন তখন শুধু mp3 ফাইলগুলো আসবে মানে mp3 এর বাইরে যে wav,wma,aac এই ফাইলগুলো আসবেনা ।সবগুলো ফাইলচাইলে লিখতে হবে Site:mediafire.com Mp3|wma|aac|wav| এইভাবে আপনি সবধরনের ফাইল যোগ করে সার্চ করতে পারবেন
  • এখন মনে করুন আপনি শুধু বাংলা গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখবেন Site:mediafire.com Mp3|wma|aac|wav “Bangla song”
    অর্থাৎ মুল ফরমেটটি হলো Site:mediafire.com Mp3|wma|aac|wav “এইখানে আর্টিস্ট বা এ্যালবামের নাম বা গানের টাইটেল লিখে দিন” ব্যাস হয়ে গেলো।

  • আপনি যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফরমেটটি হবে site:mediafire.com asf|rm|avi|mp4|wmv|flv “type your artist, album or video name here/আর্টিস্ট বা এ্যালবামের নাম বা ভিডিওর নাম লিখুন ”
  • যদি জিপ ফাইল সার্চ করতে চান তাহলে লিখবেন site:mediafire.com rar|zip|exe “Search Query Here/কি বিষয়ে সার্চ করতে চান তা লিখুন” গানের পুরো এ্যালবাম একসাথে ডাউনলোড করতে বা সফটওয়্যার ডাউনলোড করতে এই সার্চ টিপসটি বেশি ব্যবহার করা হয়
  • এছাড়া আপনি সার্চের ফরম্যাটটি ঠিক রেখে নানা ভাবে সার্চ করে দেখতে পারেন ।
    আশা করি কাজে লাগবে এই টিপসগুলো।সবাই ভালো থাকবেন


Responses

0 Respones to "মিডিয়াফায়ারের ভিতরে সব ধরনের ফাইল সার্চ করার কিছু টিপস এন্ড ট্রিকস"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top