সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের
দোয়ায় আগের মতই ভাল আছি। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বই থকবে না তা কি হয়?
আর এই ব্যপারে এক অসাধারন উদ্যোগ গ্রহন করা হয়েছে। চালু করা হল প্রাইমারী
এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো নিয়ে ই-বুক
ওয়েব সাইট। যেখানে প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো আর্কাইভ আকারে
থাকবে এবং ছাত্র-ছাত্রীরা সেখান থেকে ফ্রী ডাউনলোড করে নিতে পারবে এবং পড়তে
পারবে।


ওয়েব
সাইটটিতে সর্বমোট ১০৬ টা বই ই-বুক আকারে পাওয়া যাবে। ১ম শ্রেনী থেকে দশম
শ্রেনীর বই গুলো ই-বুক আকারে পাওয়া যাবে। বই গুলোর মধ্যে ৩৩ টা প্রাইমারী
লেভেলের এবং ৭৩ টা সেকেন্ডারী লেভেলের। ওয়েব সাইট টির পরিকল্পনা ও
সহায়তায় রয়েছে : একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর
কার্যালয় । ওয়েব সাইট টির ঠিকানা
সবাই ভাল থাকবেন। সবাই দোয়া করবেন আমি যেন ভাল থাকতে পারি। খোদা হাফেজ।
Labels:
Education,
Review

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "চালু হল প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো নিয়ে ই-বুক ওয়েবসাইট"
Post a Comment