নিজে বনান আইকন কোন সফটওয়ার ছাড়াই




কম্পিউটারে ফাইলগুলোর নামের পাশে ছোট একটি ছবি বা চিহ্ন দেখা যায় তাকে আইকন বলে। এই টিউনে আমরা শিখব কিভাবে আইকন তৈরি করতে হয়। এর জন্য আপনার আলাদা কোন সফটওয়ার লাগবে না। প্রথমে পেইন্ট ওপেন করুন তারপর ওপরের Image-এ একবার ক্লিক করুন, এখানে কিছু ওপশন আসবে যা থেকে আপনাকে Attributes -এ ক্লিক করতে হবে। যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে আপনাকে পেইজের মাপ নির্ণয় করতে হবে উচ্চতা (Hight) হবে 125 Pixel এবং প্রস্থ (Width) হবে 145 Pixel এবার ok করুন। এখানে আপনার ইচ্ছেমত একটি আইকন আকুন এবং এটিকে একটি নাম দিয়ে সেভ করুন লক্ষ রাখতে হবে যেন আইকনটি .bmp ফরম্যাটে থাকে। এবার My documents থেকে My pictures-এ আইকনটি সেভ করুন। আইকনটি Cut করে Local disk C:\Windows\System 32 ফাইলে পেস্ট করুন। আইকন তৈরি হয়ে যাবে। এবার যে ফাইলে আইকনটি সংযোজন করতে চান তাতে মাউসের ডান বাটন ক্লিক করে Properties\Change icon\Browse দিন। System 32 ফাইলটি খুলবে, আঁকা আইকনটি ফাইল থেকে নির্বাচন করে Apply, Ok করে বেরিয়ে আসুন।


Responses

0 Respones to "নিজে বনান আইকন কোন সফটওয়ার ছাড়াই"

নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top