আজ একটি মজার জিনিস আপনাদের জানাবো।
কিভাবে এক ক্লিক এ আপনার সকল ড্রাইভ রিফ্রেশ
করবেন? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারকারীরা ইচ্ছে করলেই এক ক্লিক এই
কম্পিউটার এর সব ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।
এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃপ্রথমে একটি নোটপ্যাড খুলে এর ভিতর নিচের কোড টি লিখুন:
Echo Offএরপর এটিকে সেভ করুন refresh.bat নামে।
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
এরপর আপনার সেভ করা ফাইল টি কে ডাবল ক্লিক করুন।
এখানে c,d,e,f , কে কম্পিউটার ড্রাইভ হিসেবে ধরা হয়েছে। আপনার কম্পিউটার এ যদি আরো কোন ড্রাইভ থাকে তবে আপনি ইচ্ছে করলে সেটি নোটপ্যাড এ যোগ করে নিতে পারেন। আজ এত টুকুই। পরে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
Labels:
Tricks

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন"
Post a Comment