
আচ্ছালামু আলাইকুম,
গ্রাভিটি এর সকল ভিজিটর গনকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ও কামনা করি আপনাদের সকলের ভালো থাকা।
আজকের পোস্ট এর বিষয় বস্তু হল মজিলা ফায়ার ফক্স কে নিয়ে।
ওয়েবসাইট দেখার সফট্ওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান যুক্ত আছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানটির নিচে লাল দাগ পড়ে। এই সুবিধাটি সক্রিয় করতে ছাইলে প্রথমে এখানে ক্লীক করুন
তারপর Add To FireFox এ ক্লীক করতে হবে।
নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। ৩৫৫ কিলোবাইটের একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই কম্পিউটারে ইনস্টল হতে থাকবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ হয়ে আবার খুলবে।
এখন ব্রাউজার দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলাতে লিখে মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে।
Labels:
Tricks

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "ফায়ার ফক্সে বাংলায় টাইপিং এ ভুল বানান হলে সতর্ক করা হয়।"
Post a Comment