ইউটিউবটি থেকে ভিডিও নামানোর জন্য  সফটওয়্যার লাগে বলে বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হয়।আজকে আপনাদের একটি Addons এর কথা বলবো যা ডাওনলোডারের কাজ করবে।যদিওএখন কিছৃ কিছু সাইট থেকে সরাসরি ইউটিউব ভিডিও নামানো যায়।তবে সেগুলো শুধু ইউটিউবের জন্য।
কিন্তু এই addons দিয়ে ভিডিও শেয়ারিংয়ের অন্যান্য সাইট থেকেওআনায়াসে ভিডিও নামানো যাবে।কোন কোন সাইট এই Addons সাপোর্ট করবে তার তালিকা Addonsটির ভেতরেই লেখা আছে।video download helper’ নামের Addonsটি, https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন।এখন ইউটিউবে যান।খেয়াল করুন ব্রাউজারের ওপরে টুলস মেনুর পাশে একটি নতুন আইকন এসেছে( ভিডিওর সাইটে গেলেই আইকনটি ঘুরবে)।আপনার পছন্দের গানের লিংকটি খুজে বের করুন; ব্রাউজারের ওপরে নতুন আইকনটিতে ক্লীক করে media-তে যান।এখানে গানের ফাইলের নাম দেখা যাবে,এটি select করুন।এখন ভিডিওটি সরাসরি ডাওনলোড করতে download বাটনে ক্লীক করুন,আর যদি ভিডিওটি পছন্দের ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে convert & download বাটনে ক্লীক করুন।
কিন্তু এই addons দিয়ে ভিডিও শেয়ারিংয়ের অন্যান্য সাইট থেকেওআনায়াসে ভিডিও নামানো যাবে।কোন কোন সাইট এই Addons সাপোর্ট করবে তার তালিকা Addonsটির ভেতরেই লেখা আছে।video download helper’ নামের Addonsটি, https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন।এখন ইউটিউবে যান।খেয়াল করুন ব্রাউজারের ওপরে টুলস মেনুর পাশে একটি নতুন আইকন এসেছে( ভিডিওর সাইটে গেলেই আইকনটি ঘুরবে)।আপনার পছন্দের গানের লিংকটি খুজে বের করুন; ব্রাউজারের ওপরে নতুন আইকনটিতে ক্লীক করে media-তে যান।এখানে গানের ফাইলের নাম দেখা যাবে,এটি select করুন।এখন ভিডিওটি সরাসরি ডাওনলোড করতে download বাটনে ক্লীক করুন,আর যদি ভিডিওটি পছন্দের ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে convert & download বাটনে ক্লীক করুন।
ধন্যবাদ ।
Labels:
Download,
Tricks

 Previous Article





  BD Dial Codes

Responses
0 Respones to "সফটওয়্যার ছাড়াই ভিডিও নামান ইউটিউবসহ যেকোন সাইট থেকে"
Post a Comment