সালাম নিবেন সবাই, আশাকরি সকলে ভালো আছেন।আমরা যারা লিমিটেড অর্থাৎ ২০০ মে.বা. বা ১ গিগা ব্যান্ডউইথ প্যাকেজ ব্যবহার করি তাদের হিসাব করে নেট ব্যবহার করতে হয়। এছাড়া মাঝে মাঝে নেটে কত স্পিড পাওয়া যাচ্ছে তা দেখার প্রয়োজন হয়। এসব কাজের জন্য দারুন একটি সফটওয়্যার হচ্ছে Bandwidth Monitor. এ সফটওয়্যারটি দিয়ে আপনি আপলোড এবং ডাউনলোড স্পিড সব সময় মনিটর করতে পারবেন। এটি দিয়ে মোট কতটুকু নেট ব্যবহার করেছেন তাও জানতে পারবেন।
এটিকে আপনি আপনার ব্রাউজারের টাইটেল বারে রেখে দিতে পারবেন। সফটওয়্যারটিএখান থেকে ডাউনলোড করতে পারেন।
Labels:
Download,
Internet,
Review,
Tricks


 Previous Article





  BD Dial Codes

Responses
0 Respones to "সহজে মনিটর করুন, ব্যান্ডউইথ এবং নেট স্পীড!!"
Post a Comment