ফেসবুক নিঃসন্দেহে অনেক উপকারি পদার্থ :পি। এর নতুন নতুন ফিচারের কারণে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গতকাল বুধবার ফেসবুকের একটা নতুন ফিচার যুক্ত হয়েছে সেটা হল গ্রুপে ড্রপবক্স যুক্ত করা। আপনি এখন থেকে আপনার বন্ধুর সাথে আপনার তথ্য শেয়ার করতে চান ড্রপবক্সের মাধ্যমে তাহলে তা খুব সহজেই পারবেন।
আপনার গান, ভিডিও ও অন্যান্য ডকুমেন্ট ড্রপবক্সের মাধ্যমে ফেসবুক গ্রুপের ওয়ালে দিতে পারবেন এবং সেটা স্মার্টফোন অথবা ট্যাবলেট এর মাধ্যমে দেখতে পারবেন। যাদের ড্রপবক্স সম্পর্কে ধারনা আছে তারা এর গুরুত্ব বুঝতে পারবেন।
এ বছরের মে মাসে ফেসবুক গ্রুপের ওয়ালে ফাইল আপলোড করার অপশন চালু করে এবং তা দিয়ে আপনি যেকোন ফাইল যেমন মিউজিক অথবা এক্সিকিউটেবল ফাইল (*.exe) আপলোড করতে পারবেন। গতকাল চালু করল ড্রপবক্স ফিচার। যদিও সব গ্রুপে এখনও চালু হয় নি। কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে।
ফেসবুকের অতুন ফিচারের স্ক্রীনশট দেখিঃ
এই ফিচার ব্যবহার করতে হলে আপনাকে ফেসবুক গ্রুপের ওয়ালে গিয়ে “Add File” এ ক্লিক করতে হবে। তারপর ডানে ড্রপবক্সের অপশনে ক্লিক করে আপনার বর্তমান ড্রপবক্স অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে অথবা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
Labels:
Fun Zone,
Internet,
Review,
Social Network,
Tricks,
Tutorial


Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "ফেসবুক গ্রুপের জন্য নতুন ফিচার ড্রপবক্স"
Post a Comment