
কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য একটি মজার পোস্ট নিয়ে এসেছি। আশা করিম আপনাদের ভালো লাগবে
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব ই-মেইল ঠিকানা আছে। তবুও, যাদের এখনও ইমেইল ঠিকানা নেই বা বিশেষ কোন কারণে ইমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না তারা চাইলে এখন নিজস্ব কোন ইমেইল থিয়াকনা ছাড়াই যে কাউকে ইমেইল করতে পারবেন। এজন্য www.note2email.com সাইটে ঢুকে ফরমের Email Address এ প্রাপকের ইমেইল ঠিকানা, টাইটেল ও নোটে ইমেইল এর মুল বিষয় এবং নিচের যেকোনো একটি লোগো নির্বাচন করে Send it বাটনে ক্লিক করুন। দেখবেন আপনারা ইমেইলটি আপনার প্রাপকের কাছে পৌঁছে গিয়েছে।
এক্ষেত্রে, প্রাপক এর কাছে প্রেরক হিসেবে note@note2email.com ঠিকানা দেখাবে।
সবাইকে ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না।
Labels:
Internet,
Tricks

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "এবার অন্যকে মেইল করুন নিজস্ব ই-মেইল ঠিকানা ছাড়াই! "
Post a Comment