প্রিয় বন্ধুরা,কেমন আছেন।আসা করি সবাই ভাল আছেন। যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য দারুন একটা সুখবর, বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট ছাড়াই ইউএসএসডির (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) মাধ্যমে ফেসবুক ব্যবহারের সুবিধা চালু করল এয়ারটেল।
কোনো ওয়েব ব্রাউজার বা জিপিআরএস ব্যবহার ছাড়াই ইউএসএসডির মাধ্যমে মোবাইল ফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহার করা য়াবে। গত ০৩/০৯/২০১২ ইং তারিখে এয়ারটেল কর্তৃপক্ষ ইউএসএসডির মাধ্যমে মোবাইল ফোনের মেনু থেকে ফেসবুক ব্যবহারের এ ঘোষণা দিয়েছে।
এয়ারটেল কর্তৃপক্ষ আর জানায়, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করতে এয়ারটেল ব্যবহারকারীকে মোবাইল ফোন থেকে *৩২৫# ডায়াল করতে হবে এবং ইউএসএসডি মেনু ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাবে। এ সেবা একদিন চালু রাখতে দুই টাকা খরচ হবে। যে কোন মোবাইল ফোন থেকে এ সেবাটি পাওয়া যাবে।
এ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট জানিয়েছেন, গ্রাহকদের জন্য অভিনব ও সাশ্রয়ী সেবা দিতে বাংলাদেশে প্রথমবারের ইন্টারনেট ছাড়া মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারের সেবাটি চালু হচ্ছে।
এয়ারটেল কর্তৃপক্ষ আর জানায়, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করতে এয়ারটেল ব্যবহারকারীকে মোবাইল ফোন থেকে *৩২৫# ডায়াল করতে হবে এবং ইউএসএসডি মেনু ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাবে। এ সেবা একদিন চালু রাখতে দুই টাকা খরচ হবে। যে কোন মোবাইল ফোন থেকে এ সেবাটি পাওয়া যাবে।
এ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট জানিয়েছেন, গ্রাহকদের জন্য অভিনব ও সাশ্রয়ী সেবা দিতে বাংলাদেশে প্রথমবারের ইন্টারনেট ছাড়া মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারের সেবাটি চালু হচ্ছে।
ধন্যবাদ সবাইকে।

Responses
0 Respones to "এবার আপনি ও পারবেন ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার করতে।"
Post a Comment