অনেকই
আমরা কম্পিউটারে কারসার এর জন্য আলাদা থিম খুজে বেড়াই। যারা নিত্য নতুন
কারসার থিম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম দারুন এক সফট। যার নাম CursorFX মাত্র ১৪.২ মেগাবাইট।
ডাউনলোড করে ইন্সটল করে বেছে নিন কারসারের থিম। ইন্সটল করার পর আপনাকে যা
করতে হবে তা দেখে নিন। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম এ গেলে CursorFX দেখতে পাবেন তাতে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
My Coursors এ পাবেন নানা রকম থিম, আপনার যেটি ভাল লাগবে তাতে সিলেক্ট করে Apply করুন। দেখুন কারসার পয়েন্ট কেমন পরিবর্তন হয়ে গেছে নিমিষেই। উপভোগ করুন আর আনন্দে থাকুন।
Labels:
Download,
Exclusive Posts,
Fun Zone

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "লুফে নিন বাহারি কারসারের থিম, সংগ্রহে রাখুন। "
Post a Comment