
উপরের ছবিটি হয়তো আমাদের কাছে তথা মানুষের কাছে তেমন কোনো অর্থ সৃষ্টি করবেনা। তবে কোনো বারকোড স্ক্যানিং মেশিনে এটি প্রদর্শিত হলে তাৎক্ষনিক ভাবে যে ফলাফলটি পাওয়া যাবে তা হচ্ছে- Google।
হ্যা, বারকোড উদ্ভাবনের দিনটি গুগল এভাবেই পালন করেছিল। গুগলের আসল লোগোর পরিবর্তে তাদের বারকোড প্রদর্শিত হয়েছিল। এখন অনেকেই হয়তো ভাবছেন নিজ নামে একটি বারকোড থাকলে মন্দ হয়না। তাহলে আসুন আর দেরি না করে দেখি নেই কিভাবে নিজ নামে বারকোড তৈরি করা যায়।
যেভাবে তৈরি করবেন 2d বারকোড
নিজ নামে বা নিজের কোম্পানী অথবা ওয়েবসাইটের নামে বারকোড তৈরি করতে চলে যান morovia.com । এরপর বারকোড ফরমেট হিসেবে Code 128 নির্বাচন করুন এবং “Show human readable text” এর বক্সটি আনচেক করে দিন। এরপর কাঙ্ক্ষিত নাম দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন আপনার বারকোড।
উদাহরন স্বরুপ “TUNERPAGE” এর বারকোড নিম্নরুপ-

যেভাবে বারকোড পড়বেন
এখন সহজেই প্রশ্ন আসে কিভবে এই বারকোড পড়া যাবে। বারকোড পড়ার জন্য zxing.org -এ যান। তারপর বারকোডের ইমেজটি আপলোড অথবা ইমেজের ইউ আর এল সাবমিট এর মাধ্যমে সহজেই বারকোড পড়া যাবে।
Labels:
Design,
Internet,
Science and Tecnology,
Tricks

Previous Article





BD Dial Codes

Responses
0 Respones to "বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!! "
Post a Comment